সাতক্ষীরায় ভ্রাম্যমান ভ্যানে নিরাপদ সবজি ও ফল জনগণের দোড় গোড়ায় পৌছানো হচ্ছে
প্রকাশন তারিখ
: 2020-05-03
করোনা উদ্ভুত পরিস্থিতিতে জনগণকে ঘরে রেখে সবজি ফলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ঘরে ঘরে পৌছে দেয়ার এক ব্যতিক্রমী উদ্যেগ নিয়েছে সাতক্ষীরা জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। জেলার পৌর এলাকাসহ ৭টি উপজেলায় প্রায় দুইশত ভ্যানগাড়ির মাধ্যমে ক্রেতাদের ফোন কলের ভিত্তিতে এসব নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি জনগণের দোরগোড়ায় পৌছে দেয়া হচ্ছে।
জেলার সবচেয়ে বেশী সাড়া পড়েছে কালিগঞ্জ উপজেলায়। এখানে ১১০টি ভ্রাম্যমান ভ্যানের মাধ্যমে এ সেবা দেয়া হচ্ছে বলে জানা গেছে। এ প্রসংগে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রুহুল আমিন জানান, করোনা উদ্ভুত পরিস্থিতির কারণে জনগণকে বাজার গমণ নিরুৎসাহিত করতে উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে ভ্রাম্যমান ভ্যানের মাধ্যমে বিষমুক্ত সবজি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি জনগণের দোরগোড়ায় পৌছানোর উদ্যোগ নেয়া হয়েছে। প্রতিদিন একজন উদ্যোক্তার গড় বিক্রির পরিমাণ ৩ হাজার ৫শত টাকা।
এ প্রসংগে তিনি বলেন, যে সকল ছোট ছোট বিক্রেতাগণ অস্থায়ীভাবে চাঁটাইয়ের উপর সবজি, ফলসহ নিত্যপণ্য বিক্রি করে থাকেন তাদেরকে উদ্ভুদ্ধকরণের মাধ্যমে এ কার্যক্রমে সম্পৃক্ত করা হয়েছে। ক্রেতা বিক্রেতাসহ সর্বস্তরের জনগণের মাঝে এ কার্যক্রম ব্যাপক সাড়া ফেলেছে।